প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে পৌর মেয়র বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ আগস্ট ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও নানা অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহার হোসেন মানিককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রণালয় থেকে ২০০৯-এর ধারা ৩১(১)-এর বিধি মোতাবেক বিভিন্ন দফতরে তাকে বরখাস্তের অনুলিপি পাঠানো হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত অনুলিপিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীকে কটূক্তি, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, অফিস না করে বাইরে থাকা ও নিয়োগ বাণিজ্যসহ গুরুতর অভিযোগ থাকায় মেয়র মোতাহার হোসেন মানিককে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে পৌর মেয়র মোতাহার হোসেন মানিক জাগো নিউজকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত বরখাস্তের অনুলিপি হাতে পাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়।’

মিজানুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।