নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৫ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মনির হোসেন (২৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তেলের পাম্পের পাশে একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে তিনি মারা যান।

নিহত মনির হোসেন সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার বাসিন্দা ও মাদারীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী শামচু শেখের ছেলে। তিনি প্রায় ১২ বছর ধরে রাজ মিস্ত্রীর কাজ করে আসছিলেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মনির শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তেলের পাম্পের পাশে এ কে ফয়সাল ট্রেডার্স নামের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের চারতলায় ছাদের সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাঁশ ও কাঠের তৈরি মাচা ভেঙে তিনি নিচে পড়ে যান। অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুব আবির বলেন, একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে পড়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। আমরা চেকআপ করে তাকে মৃত পেয়েছি। তার মাথায় প্রচণ্ড জখম হয়েছিল।

এ কে এম নাসিরুল হক/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।