মাদরাসাছাত্রকে বলাৎকার করে ধরা খেল শিক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২৫ আগস্ট ২০১৯
সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহমুদুল হাসান (২৪) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। শনিবার রাতে শিশুটির নানার লিখিত অভিযোগের ভিত্তিতে গফরগাঁও থানার পুলিশ ওই শিক্ষককে নিজ মাদরাসা থেকে আটক করে।

আটক মাহমুদুল হাসান গফরগাঁও পৌর শহরের হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক। বাড়ি হোসেনপুর উপজেলার ওরাটি গ্রামে। বাববার নাম শুকুর মাহমুদ।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্যাতিত শিশুটি ওই মাদরাসার বোর্ডিংয়ে থেকে হেফজ পড়ত। শিক্ষক মাহমুদুল হাসান তাকে মাদরাসার দ্বিতীয় তলার ছাদে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটি নিজের বাড়িতে গিয়ে কান্নাকাটি করে এ ঘটনা পরিবারের লোকজনকে জানায়।

এ ঘটনায় শনিবার রাতে তার নানা গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মাহমুদুল হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।