মাদারীপুরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৫ আগস্ট ২০১৯

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে সুমি আক্তার (৩০) নামে ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সুমির মরদেহ শনিবার মধ্যরাতে তার বাড়ি উপজেলার কাঁঠালবাড়ীতে আনা হয়েছে। এনিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদারীপুরে ৮ জনের মৃত্যু হলো।

জানা যায়, গত ২০ আগস্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন গৃহবধূ সুমি আক্তার (৩০)। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শনিবার তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়।

সুমি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। তার এক মেয়ে ও ২ ছেলে রয়েছে।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস বলেন, এখনও হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।