বটিয়াঘাটা ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন খানকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে ৫ সহস্রাধিক নারী-পুরুষ বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে।

বটিয়াঘাটা বাজার চত্ত্বরে প্রবীন আ.লীগনেতা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম খান।

সম্পাদক দীলিপ হালদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা প্রদীপ বিশ্বাস, ওবায়দুল হক, জাকির হোসেন লিটু, মোক্তার হোসেন, মিজানুর রহমান বাবু, মিলন গোলদার, এসএম ফরিদ রানা, অরিন্দম গোলদার, রেহানা আফরোজ শোভা, মিনারা বেগম, মিরাজুল তরফদার, হুমাউন কবির, মনিরুজ্জামান, অসীম মন্ডল, তরিকুল ইসলাম, ইন্দ্রজিত টিকাদার, আমিনুল ইসলাম, মাসুদ রানা, সোলায়মান শেখ প্রমুখ।

এসময় বক্তারা ছাত্রদলের ক্যাডার রাজাকার ইউএনও বিল্লাল হোসেন খানকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ইউএনও বিল্লাল হোসেনের নির্দেশে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের ছবি সম্বলিত প্যান্যা ফেস্টুন ভাঙচুর করে ডাস্টবিনে ফেলার অভিযোগে এলাবাসী ইউএনও’র বিরুদ্ধে এই কর্মসূচি হাতে নেয়। সমাবেশ শেষে ইউএনও’র কুশপুত্তলিকা দাহ ও নারীরা ঝাড়ু মিছিল বের করে।

আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।