মধ্যরাতে মেয়রকে নিয়ে সিলেটের রাস্তায় পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪১ এএম, ২৪ আগস্ট ২০১৯

মধ্যরাতে সিলেট শহরের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার দিবাগত রাতে তিনি এই পরিদর্শনে বের হন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিকি) মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাহ গেট এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নে খুবই আন্তরিক। তিনি উন্নয়ন কার্যক্রমে বরাবরই সিলেটকে প্রাধান্য দিয়ে আসছেন।

এর ধারাবাহিকতা ধরে রেখে আলোকিত সিলেট মহানগর গড়ে তোলার জন্য পররাষ্ট্রমন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমে কোনো রকম দুর্নীতি, গাফিলতি এবং অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, কাউন্সিলর শওকত আমীন তৌহিদ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ প্রমুখ।

ছামির মাহমুদ/এমএমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।