রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো অর্ধ-শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের হতাহতদের পরিচয় জানা যায়নি। বুধবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের সয়েকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৬) এবং অপরদিক থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আদর পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৭৩) একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ সময় অন্তত আরো অর্ধ-শতাধিক আহত হন।

আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম গোলাম কিবরিয়া, ওসি ইসরাইল হোসেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জিতু কবীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।