ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৫৭, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২২ আগস্ট ২০১৯

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ওই রোগীর মৃত্যু হয়।

এ নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছয়জন। এছাড়া গৌরনদী উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় এবং অপর এক গৃহবধূকে ঢাকায় নেয়ার পথে মারা গেছেন।

বুধবার রাতে শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তির নাম মনির হোসেন (৩৪)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুনদি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকীর হোসেন বলেন, মনির হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে বুধবার তাকে আইসিইউতে নেয়া হলে রাতে মৃত্যু হয়।

ডা. এসএম বাকীর হোসেন আরও বলেন, গত কয়েক দিনের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। তবে তা দুই সপ্তাহ আগের চেয়ে কম। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এর মধ্যে পুরুষ ৯৩, নারী ৩৯ ও শিশু ৩১ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৭ জন। এর মধ্যে পুরুষ ৩০, নারী ১৮ ও শিশু নয়জন। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৬৭ জন।

সাইফ আমীন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।