নিখোঁজের ১১ দিন পর লাশ হয়ে ফিরলো টমটমচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ এএম, ২২ আগস্ট ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুরের সেই টমটমচালক সাইদুল ইসলামের (১৭) লাশের সন্ধান পেয়েছে পুলিশ। নিখোঁজ হওয়ার ১১ দিন পর তার লাশের সন্ধান মিলেছে। এ তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

ওসি বলেন, ‘বুধবার রাত পৌনে দুইটায় (বৃহস্পতিবার, ২২ আগস্ট) খবর পেয়ে লাশটি উদ্ধারের জন্য আমরা সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুরে যাচ্ছি।’ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি ইখতিয়ার।

উল্লেখ্য, গত রোববার (১১ আগস্ট) ভোরে জগন্নাথপুর উপজেলার বাউরকাপন গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে টমটমচালক সাইদুল ইসলামকে ফোনে বাগিচা বাজারে একটি ট্রিপ আছে বলে জানান ভাংগারী ব্যবসায়ী রাসেল মিয়া। সেখানে ভাংগারী ব্যবসায়ীর কথা শুনে যায় সাইদুল। পরে আর বাড়ি ফেরেনি টমটমচালক।

এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। থানা পুলিশের দারস্থ হয় পরিবার। এ ঘটনায় তারা রোববার (১১ আগস্ট) রাতে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। (জিডি নং ৪৬৩)। ১১ দিন পেরিয়ে গেলেও পুলিশ অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করতে পারেনি।

তবে বুধবার রাতে পুলিশ খবর পায় সাইদুল মারা গেছে। বিশ্বনাথের রশীদপুর এলাকা থেকে লাশ উদ্ধার করতে গেছে পুলিশ।

মোসাইদ রাহাত/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।