শাশুড়ির বুকে ছুরি বসিয়ে দিলেন জামাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২১ আগস্ট ২০১৯

কিশোরগঞ্জে নাতিকে মারধরে বাধা দেয়ায় মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে প্রাণ দিতে হলো শাশুড়ি হালিমাকে। বুধবার দুপুরে সদর উপজেলার দানাপাটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন ওই গ্রামের সৌদী প্রবাসী সায়েম উদ্দিনের স্ত্রী।

এদিকে ঘটনার পর পরই ঘাতক জামাই মো. হাবিুর রহমান রনিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় সাড়ে তিন বছর আগে দানাপাটুলি গ্রামের সৌদী প্রবাসী সায়েম উদ্দিনের মেয়ে রীমার বিয়ে হয় পার্শ্ববর্তী মনোহরপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে হাবিবুর রহমান রনির সঙ্গে। বিয়ের পর থেকে ‘নেশাখোর’ রনি তার স্ত্রী রীমাকে মারধর করত। এজন্য কিছুদিন ধরে আড়াই বছরের শিশু সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছেন রীমা।

বুধবার দুপুরে শ্বশুড় বাড়িতে গিয়ে স্ত্রী রীমার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন রনি। এক পর্যায়ে তার শিশুপুত্র আনন্দকে মারধর করতে থাকলে তাতে বাধা দেন শাশুড়ি হালিমা। এতে ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরি বসিয়ে দেন রনি। পরে আশঙ্কাকাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার হালিমাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ঘটনার পর ছুরি হাতে পালানোর সময় এলাকার লোকজন রনিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নূর মোহাম্মদ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।