ভাইয়ের হাতে ভাই খুন, প্রতিবেশীর হাতে প্রতিবেশী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:০১ পিএম, ২১ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে দুইজন খুন হয়েছেন। বুধবার সকালে জেলার পাকুন্দিয়ার চরটেকি ও মিঠামইনের ঘাগড়া এলাকায় এ দু’টি হত্যার ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানা পুলিশের ওসি মো. মফিজুল ও মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধেরে জের ধরে সকাল সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মৃত হারুনর রশীদের ছেলে মতি মিয়া তার বড় ভাই মুকুল মিয়াকে (৫৬) ছুরিকাঘাতে করে। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক মতি মিয়াকে আটক করেছে।

এদিকে একই সময় মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকায় বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীর বল্লমের আঘাতে ঘটনাস্থলে নিহত হন শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি ঘাগড়া গ্রামের ধনু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দু’টি ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নূর মোহাম্মদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।