গাজীপুরে আয়কর মেলার উদ্বোধন


প্রকাশিত: ১২:৫৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুরে চার দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেন মেলার উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, করদাতাগণ আয়কর মেলায় ২০১৫-১৬ বর্ষের আয়কর রিটার্ন জমা, ই-টিন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং করদাতাগণ মেলায় স্থাপিত সোনালী ও জনতা ব্যাংকের বুথে তাদের আয়কর জমা দিতে পারবেন। মেলায় নারী, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধা করদাতাগণের জন্য পৃথক কাউন্টার রয়েছে। এছাড়া করদাতাকে আয়কর রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্প ডেক্স রয়েছে।

Tax

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার শাহদাৎ হোসেন সিকদার, উপ-কর কমিশনার বদিরুজ্জামান প্রমুখ।

এর আগে আয়কর মেলা উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে কর কমিশনার পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।