ফরিদপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২০ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাহেব আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহেব আলী রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের মনছের আলীর ছেলে।

বিজ্ঞাপন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে গুরুতর অবস্থায় সাহেব আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ভোররাতে তার মৃত্যু হয়। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরিদপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৫৭ জন। সব মিলিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৮৯ জন।

বি কে সিকদার সজল/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।