ছেলের তৃষ্ণা মেটাতে গিয়ে লাশ হলেন বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২০ আগস্ট ২০১৯
প্রতীকী ছবি

সন্তানের জন্য পানি আনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বাদশা হাওলাদার (৪০) নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে শিবচরের কাঁঠালবাড়ী ৩ নং ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, স্ত্রী ও দুই শিশুপুত্রকে নিয়ে সুন্দরবন পরিবহনে বাগেরহাট থেকে ঢাকা যাচ্ছিলেন বাদশা। বাসটি কাঁঠালবাড়ী ৩ নং ঘাট দিয়ে ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছেলের পানির পিপাসা লাগলে বাদশা হাওলাদার বাস থেকে নেমে দোকানে যান। এরপর পানি নিয়ে ফিরে আসার সময় বাসটি ফেরিতে ওঠার জন্য সামনে অগ্রসর হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত বাদশা হাওলাদারে বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল গ্রামে। বাবার নাম সালাম হাওলাদার।

কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর উত্তম কুমার শর্মা জানান, বাসটি ফেরিতে উঠতে গেলে বাদশা হাওলাদার নামে এক যাত্রী চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একে এম নাসিরুল হক/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।