বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৩:১১ এএম, ২০ আগস্ট ২০১৯

 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম (২২) ও সোহেল রানা (২৪) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

রোববার বিকেলে বেনাপোলের ভবারবেড় গ্রামের মশিয়ারের ইট ভাটার সামনে থেকে প্রাইভেট কার, ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটক শহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও সোহেল রানা একই থানার ভবাবেড় গ্রামের বাবুল হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পিন্টু লাল দাশ ও এএসআই আলমগীর হোসেন ভবারবেড় গ্রামের মশিয়ারের ইট ভাটার সামনে থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটকারসহ শহিদুল ও সোহেল রানাকে আটক করে।

পরে প্রাইভেট কার তল্লাশি করে একশ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।