হজে গিয়ে মারা গেলেন সাতক্ষীরার সুলতানা
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর এলাকার বাসিন্দা কোহিনুর সুলতানা। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের স্ত্রী।
ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য মিঠু বলেন, আব্দুস সোবহান ও তার স্ত্রী কোহিনুর সুলতানা একত্রে হজ পালন করতে যান। সৌদি আরব থেকে দেয়া সংবাদের মাধ্যমে জেনেছি, আরাফাতের ময়দানে অসুস্থ হয়ে পড়েন কোহিনুর সুলতানা। সোমবার সকালে তিনি মারা গেছেন। কোহিনুর সুলতানার দাফন সৌদি আরবেই হবে।
তিনি বলেন, কোহিনুর সুলতানার স্বামী আব্দুস সোবহান ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। একমাত্র ছেলে গোলাম মোস্তফা বাবু ধুলিহর ইউনিয়নের বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। এছাড়া দুই কন্যা সন্তান রয়েছে। গত ২০ জুলাই মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সরদার ও তার স্ত্রী কোহিনুর সুলতানা একত্রে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
আকরামুল ইসলাম/এএম/এমএস