গাজীপুরে বসতঘরে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মৃত্যু
গাজীপুর মহানগরীর সালনা কাথোরা মন্ডলবাড়ি এলাকায় বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দুপুরে তাদের মৃত্যু হয়।
এরা হলেন আগুনে শতভাগ পুড়ে যাওয়া গৃহকর্তা ইয়াকুব আলী মন্ডল (৬০) ও শরীরের ২৫ ভাগ পুড়ে যাওয়া তার শ্বশুর নূরুল হক ওরফে নূর মোহাম্মদ (৮০)। এর আগে গত শনিবার একই ঘটনায় দগ্ধ গৃহকর্ত্রী আকলিমা বেগম (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ইয়াকুব আলীর শরীরের শতভাগ, স্ত্রী আকলিমার শরীরের ৯৫ ভাগ এবং নুর মেহাম্মদের শরীরের ২৫ ভাগ পোড়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শনিবার একজন ও সোমবার দুজন মারা যান।
উল্লেখ্য, গত শনিবার ভোরে গাজীপুর মহানগরীর সালনা কাথোরা মন্ডলবাড়ি এলাকায় ইয়াকুব আলী মন্ডলের বাড়িতে গ্যাসলাইনের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শনিবার ভোরে বিকটশব্দে বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। এতে ওই ঘরে থাকা চারজন দগ্ধ হন।
গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, ওই বাড়ির রান্নাঘর অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে ঘরে জমাট থাকা গ্যাসে শর্টসার্কিটের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
আমিনুল ইসলাম/আরএআর/এমকেএইচ