ভুয়া সচিবকে অর্থদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৯ আগস্ট ২০১৯

সরকারের সচিব পরিচয়ে পটুয়াখালীতে বিচারাধীন মামলার তদবির করায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫) নামে এক প্রতারককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নিজাম উদ্দিনের বাড়ি নোয়াখালী জেলায়, বাবার নাম কামাল হোসেন। তিনি ঢাকায় বসবাস করেন।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, চলতি আগস্ট মাসের প্রথম দিকে বাংলাদেশ সরকারের সচিব পরিচয়ে ফোন দিয়ে একটি মামলার তদবির করে বিচার কাজ প্রভাবিত করার চেষ্টা করেন নিজাম উদ্দিন।

তিনি বলেন, পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানা গেছে সরকারের ওই সচিব পবিত্র হজ পালনের জন্য দেশের বাইরে রয়েছেন। এর প্রেক্ষিতে অনুসন্ধান করে পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয় নিজাম উদ্দিনকে। তখন সচিব পরিচয় দিয়ে তদবির করার কথা স্বীকার করেন তিনি।

এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। পরে নিজাম উদ্দিন অর্থদণ্ড পরিশোধ করায় তাকে মুক্তি দেয়া হয় বলে জানান এই কর্মকর্তা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।