ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে বাবা নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৯ আগস্ট ২০১৯

নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাবা লিটন সিকদার (৩৬)। এ সময় আশপাশের জেলেরা দ্রুত ছেলে রামিনকে উদ্ধার করায় সে প্রাণে বেঁচে গেছে।

রোববার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলায় বিষখালী নদীতে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।

এদিকে নিখোঁজ জেলের সন্ধানে সোমবার সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ লিটন সিকদার উপজেলার চাঁনপুরা গ্রামের আজিজ সিকদারের ছেলে।

Jhalokathi-2

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, চাঁনপুরা গ্রামের লিটন সিকদার তার ছয় বছরের ছেলে রামিনকে নিয়ে রোববার বিকেলে নৌকায় করে ইলিশ মাছ ধরার জন্য বিষখালী নদীতে যান। সেখানে জাল টেনে ওঠানোর সময় রামিন মাঝ নদীতে পড়ে যায়। তখন ছেলেকে উদ্ধারের জন্য বাবা নদীতে ঝাঁপ দেন। এ সময় অন্য জেলেরা এসে রামিনকে উদ্ধার করতে পারলেও বাবা লিটনকে উদ্ধার করতে পারেননি।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে সোমবার সকালে তাদের একদল ডুবুরি উদ্ধার চালাচ্ছেন। তবে নদীতে জোয়ার থাকায় এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।

আতিকুর রহমান/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।