বিয়ের এক বছরেই লাশ হলেন আশা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৯ আগস্ট ২০১৯

ঈশ্বরদীর দাশুড়িয়া মারমী গ্রামের সরদারপাড়ায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় আশা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ পাওয়া গেছে। মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল ওই গৃহবধূর।

ঈশ্বরদী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। রোববার বিকেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আশা আত্মহত্যা করেছেন বলে প্রচার হলেও এর পেছনে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের ঘটনা রয়েছে বলে প্রতিবেশীর কাছ থেকে জানা গেছে।

আশার বাবা আটঘরিয়া নওদাপাড়ার আতিয়ার রহমান ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করেন, যৌতুকের দাবিতে আশার স্বামী জহুরুল ইসলাম ও শাশুড়ি শুভুন বেগম প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতো। ঘটনার দিনও সকালে মানসিক নির্যাতন করার ফলে সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আশা আত্মহত্যা করেছে।

ঈশ্বরদী থানা পুলিশের ওসি বাহাউদ্দীন ফারুকী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি জহুরুল ও শুভুন বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের পর বাদীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।