বেনাপোল সীমান্তে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:১০ এএম, ১৯ আগস্ট ২০১৯
ফাইল ছবি

ভারতে পালাতে গিয়ে বেনাপোল কাস্টমস-ইমিগ্রেশন চেকপোস্ট থেকে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান (৩২) নামে এক পাসপোর্টযাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মেহেদী হাসান গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া লেদু মোল্যা রোড এলাকার মোতালেব হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সেকেন্ড অফিসার এসআই খায়রুল ইসলাম বলেন, ভারত যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে মেহেদী হাসানের পাসপোর্ট ব্লক পাওয়া যায়। এ সময় তাকে আটক করে তথ্য সংগ্রহ করে পুলিশ।

পরে জানা যায়, মেহেদী একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার নামে গাজীপুর আদালতে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি সৈয়দ আলমগীর হোসেন জানান, বিষয়টি জয়দেবপুর থানাকে অবহিত করা হয়েছে। তারা মামলার কাগজপত্র নিয়ে আসামি মেহেদীকে নিয়ে যাওয়ার জন্য বেনাপোলে রওয়ানা দিয়েছেন। তারা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/এএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।