আদিতমারীতে আওয়ামী লীগ নেতাকে হত্যার চেষ্টা, আটক ৪


প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে (৫০) হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক হিসেবে চারজনকে আটক করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চড়িতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চড়িতাবাড়ি বাজারের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বুড়িরদিঘী বাজারে যাচ্ছিলেন শওকত আলী। পথে চড়িতাবাড়ি এলাকায় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে এলাপাতারি মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে। এতে তার বাম হাতে, মাথায় ও পিটেসহ বেশ কিছু স্থানে জখম হয়।

পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শওকত আলী জাগো নিউজকে বলেন, পারিবারিক জের ধরে এই দুর্বৃত্তরাই তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ সামছুল ইসলাম সুরুজকে হত্যা করেছে। তার ভাইয়ের খুনিরাই তাকেও হত্যার উদ্দেশে আক্রমণ করেছে বলে দাবি করেন।

এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জন্দেহজনক হিসেবে চারজনকে আটক করেছে। তারা হলেন চড়িতাবাড়ি গ্রামের খালেকের ছেলে মতি মিয়া (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে নুরল হক (৪৫), মনজুরুল হকের ছেলে সেলিম মিয়া (১৯) ও ইসমাইল হোসেনের ছেলে আব্দুল জলিল মিয়া (২৮)।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

রবিউল হাসান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।