ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না আশরাফুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০১৯

হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকার চাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মুগকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ময়মনসিংহের পাগলা থানার পাইতল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কনস্টেবল আশরাফুল ঈদের ছুটি কাটিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থল সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার মুগকান্দি নামক স্থানে পৌঁছলে ঢাকামুখী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাগলা থানার পাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, আশরাফুল অবিবাহিত ছিলেন। ২০১৬ সালে পুলিশ কনস্টেবল পদে তিনি চাকরিতে যোগদান করেন। তিনি পরিবারের ছোট সন্তান ছিলেন।

হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।