ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেল উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়ায় ক্রেতা সেজে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, দুপচাঁচিয়ার করপুলি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আতাউর রহমান (৩০), সরদারপাড়ার ফজলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (২৩), কাহালুর আটালিয়া গ্রামের লিটন আলীর ছেলে ইমতিয়াজ (২৪) ও আতিকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫) এবং ভোলতা গ্রামের রায়হান আলীর ছেলে সোহানুর রহমান (১৫)।
দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, গত ১৬ আগস্ট রাতে উপজেলার জয়পুরপাড়ার বাসিন্দা আরশাদ হোসেনের বাড়ি থেকে একটি লাল রঙয়ের বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়।
এরপর থেকে আরশাদ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে মোটরসাইকেলটি না পেয়ে গত ১৪ সেপ্টেম্বর মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া উপশহরে ডিবি পুলিশ ক্রেতা সেজে সেই মোটরসাইকেলটি উদ্ধার ও পাঁচজন যুবককে গ্রেফতার করে।
লিমন বাসার/এআরএ/আরআইপি