ট্রেনে কাটা পড়ল ১৯টি ছাগল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৭ আগস্ট ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে ১৯টি ছাগল ও একটি ভেড়া মারা গেছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনার আকন্দবাড়িয়া মাঠে ছাগল ও ভেড়া চড়াচ্ছিলেন বেশ কয়েকজন রাখাল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি আকুন্দবাড়িয়া গ্রাম অতিক্রম করার সময় ১৯টি ছাগল ও একটি ভেড়াকে চাপা দেয়। এর মধ্যে আকন্দবাড়িয়া গ্রামের নূর ইসলামের সাতটি ছাগল ও একটি ভেড়া, রায়হানের ছয়টি, জনির তিনটি, রহিমার একটি ও কাশেমের দুটি ছাগল রয়েছে।

দর্শনা রেল স্টেশনের সংকেত বিভাগের প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, রেললাইনে গবাদি পশু-পাখি চরানো ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দুর্ঘটনা। এতে রেল কর্তৃপক্ষের কিছু করার নেই।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।