পাবনায় ‘গণপিটুনিতে’ দুই চরমপন্থী সন্ত্রাসী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:০১ এএম, ১৭ আগস্ট ২০১৯

পাবনার সাঁথিয়ায় ‘গণপিটুনিতে’ দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছনদহ তারামুতা ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে শহীন (৪০) ও তার সহযোগী মাফির (৩৫)।

সাঁথিয়া থানা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিহতরা চরমপন্থী সন্ত্রাসী (সর্বহারা)। এদের মধ্যে শাহীনের বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে। আর মাফির শাহীনের সহযোগী ছিলেন।’

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও জানান, রাত সাড়ে ১১টার দিকে একদল সন্ত্রাসী ওই ক্যানেলের কাছে জড়ো হচ্ছে খবর পেয়ে এলাকাবাসী গিয়ে তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে রাত দেড়টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একে জামান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।