ট্রাকচাপায় প্রাণ গেল ট্রাফিক কনস্টেবলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৭ আগস্ট ২০১৯

ময়মনসিংহে ট্রাক চাপায় নিহত হয়েছেন কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবল। নিহত কনস্টেবলের নাম রবি চৌধুরী (৩৫)। তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া থানায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর ঝাউগড়া নামকস্থানে।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে ময়মনসিংহ-শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় শম্ভুগঞ্জ পর্যন্ত অনেক যানজটের সৃষ্টি হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কনস্টেবল রবি চৌধুরী শহরতলীর শম্ভুগঞ্জের ঝাউগড়া এলাকায় যানজট নিরসনে কাজ করছিলেন। এমন সময় একটি ট্রাক হঠাৎ করে কনস্টেবল রবিকে চাপা দেয়। এতে মারাত্মক আহত হন রবি। ভেঙে যায় তার একটি পা। স্থানীয়রা আহত রবিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান রবি চৌধুরী।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকের চালককে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

রকিবুল হাসান রুবেল/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।