খুলনায় ২ ডাকাতের ১৭ বছর কারাদণ্ড
খুলনায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে দুই ডাকাতকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। খুলনা জেলার ৪নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মঙ্গলবার এই সাজা দেন। আসামিরা হলেন, মো. মিঠু শেখ (৩২) ও মো. হাবিব গাজী (৩৪)।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৩ এপ্রিল রাতে খুলনা জেলার ফুলতলা উপজেলার মাছ বাজার সংলগ্ন নদীর ঘাটে ডাকাতি করার জন্য গোপন বৈঠককালে আসামিদ্বয়কে পুলিশ গ্রেফতার করে। ডাকাত দলের অন্য সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। গ্রেফতারদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি দুটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে খুলনা জেলার গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এস আই) মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে ফুলতলা থানায় আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৪)।
মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ এডিশনাল পিপি অ্যাডভোকেট এম, এম, সাজজাদ আলী। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. মো. রেজাউল ইসলাম।
আলমগীর হান্নান/এমজেড/আরআইপি