বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর নিহত


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বাগেরহাটে নির্মাণাধীন ভবনের পানির মটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম শেখ (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের মুনিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত রবিউল ইসলাম সদর উপজেলার রঘুনাথপুর জয়গাছি গ্রামের হাফিজ শেখের ছেলে।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জাগো নিউজকে জানান, মুনিগঞ্জের জনৈক শহীদ মোল্লার বাড়িতে রবিউল ইসলামসহ একদল শ্রমিক নির্মাণ কাজ করছিলেন। বেলা ১১টা নাগাদ রবিউল নীচতলায় পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে আসেন। এসময় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পাম্পের স্পর্শে তিনি বিদ্যুতায়িত হয়ে নিহত হন। সহকর্মীরা তার সাড়া না পেয়ে তাকে খুঁজতে নীচে এসে পাম্পের উপর তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।