জামালপুরে মাদ্রাসায় হামলা : ৪ শিক্ষার্থী আহত


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের ডোবাইলপাড়া মল্লিকমণ্ডল মাদ্রাসায় মঙ্গবার দুপুরে বহিরাগতদের হামলায় ৪ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় রহমতুল্লাহ হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ডোবাইলপাড়া মল্লিকমণ্ডল মাদ্রাসার প্রধান শিক্ষক ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, গত কয়েকদিন যাবৎ হৃদয়সহ বেশ কয়েকজন যুবক মাদ্রাসার মাঠে আড্ডা দিতো। এতে করে নারী শিক্ষার্থীরা মাদ্রাসায় আসতে বিব্রত বোধ করতো। এ বিষয়ে শিক্ষকদের কাছে তারা অভিযোগও করে। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ওইসব বহিরাগতদের মাদ্রাসা মাঠে আড্ডা দিতে নিষেধ করলে উল্টো ওই যুবকরা মাদ্রাসার আসবে বলে প্রধান শিক্ষককে চ্যালেঞ্জ করে।

মঙ্গলবার দুপুরে হৃদয়, দোলন, লুৎফর, মাসুদ, মামুন নামে কয়েকজন যুবক মাদ্রাসার শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বহিরাগতদের হামলায় মাদ্রাসার ছাত্র আল-আমিন, আলামগীর, মুন্নাছ ও আলাম নামে চার জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে আল-আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এসময় ওই বহিরাগতদের হামলায় মাদ্রাসার চার শিক্ষক লাঞ্ছিত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে রহমতুল্লাহ হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

জামালপুর নারায়নপুর তদন্ত কেন্দ্রের আই.সি মো. মহব্বর কবীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।