বাবা-মা ফিরে পেল চুরি হওয়া রাফসান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৬ আগস্ট ২০১৯

সুনামগঞ্জে চুরি হওয়া শিশু রাফসানকে (৩) উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ওই শিশুকে সন্তান পরিচয়ে অন্যত্র বিক্রির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব ঘটনা তুলে ধরেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে চুরি যাওয়া সন্তানকে তার মা-বাবার কাছে তুলে দেয়া হয়।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় জামালগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের অনু মিয়ার তিন বছরের সন্তান রাফসান মিয়াকে চুরি করে পালিয়ে যান একই গ্রামের পামেল মিয়া ও জোবেদা খাতুন। পরদিন জামালগঞ্জের রামনগর গ্রামে এসে নিজ সন্তান পরিচয়ে কবীর মিয়া নামক এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকায় দত্তক দিয়ে চলে যান জোবেদা।

Rafsan-(1).jpg

১৫ আগস্ট চুরি যাওয়া রাফসানের বাবা-মা জানতে পারেন তাদের সন্তানকে একই গ্রামের জোবেদা বিক্রি করে দিয়েছেন। পরে তারা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্যদের নিয়ে রামনগর গ্রামে গিয়ে শিশুকে উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ লক্ষ্মীপুর গ্রামের পামেল মিয়া, জোবেদা বেগম ও দত্তক নেওয়া কবীর মিয়াকে আটক করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে চুরি যাওয়া শিশুকে বাবা-মায়ের কাছে নতুন পোশাক পরিয়ে তুলে দেয় পুলিশ।

মোসাইদ রাহাত/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।