ছাতকে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৪ আগস্ট ২০১৯

সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুদু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুদু মিয়া ওই গ্রামের মৃত আলতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদু মিয়া সকালে তার ক্রয় করা একটি জমিতে চাষ করতে যান। এ সময় একই গ্রামের বাসিন্দা আরশ আলী ও জয়নাল মিয়া তাকে জমি চাষে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো চাকুর আঘাতে দুদু মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোসাইদ রাহাত/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।