ডেঙ্গুতে মারা গেলেন আরও একজন, মাদারীপুরে মৃতের সংখ্যা ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৪ আগস্ট ২০১৯

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজী আবদুল মজিদ (৭৫) নামে আরও এক ব্যক্তি মারা গেছেন। তিনি গত এক সপ্তাহ যাবৎ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত একটার দিকে শিবচরের নিজ বাড়িতে মারা যান তিনি।

আবদুল মজিদের ছেলে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বাবাকে গত এক সপ্তাহ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা করিয়েছি। তার শরীরে প্লাটিনাম ছিল ২০ হাজার। ঢাকা থেকে শিবচরে গতকাল সন্ধ্যার দিকে আসেন। রাত একটার দিকে মারা যান তিনি।

এনিয়ে মাদারীপুরে এখন পর্যন্ত ৬ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। যার মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। বাকি ৪ জন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা যান।

নাসিরুল হক/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।