শীতলক্ষ্যায় উদ্ধার মরদেহটি নার্স নাজনীনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৪ আগস্ট ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় শীতলক্ষ্যা থেকে মৃত অবস্থায় উদ্ধার নারীর পরিচয় মিলেছে। তার নাম নাজনীন আক্তার (২২)। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সেবিকা তথা নার্স হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উদ্ধারের পর বিকেলে পরিবারের লোকজন এসে তার মরদেহ শনাক্ত করে।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে নিখোঁজ ছিলেন নাজনীন আক্তার। সেদিন বিকেলে নাজনীনের বাবা গোলাম সিকদার গোল্লা শিকদার বন্দর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। তারা সপরিবার নিয়ে রূপগঞ্জে বসবাস করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ফয়সাল হাওলাদার জানান, মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধারের সময়ে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বিকেলে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, একজন সেবিকা নিখোঁজ ছিলেন। তার মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

মো. শাহাদাত হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।