ঈদের দিন ডেঙ্গুতে প্রাণ গেল ছোট্ট পরশের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:১৪ এএম, ১৩ আগস্ট ২০১৯

লক্ষ্মীপুরের কমলনগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরশ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। পরশ কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া দাসপাড়া এলাকার মো. কামরুজ্জামানের ছেলে।

পরশের মামা জসিম মাহমুদ জানান, শনিবার (১০ আগস্ট) পরশের জ্বর দেখা দেয়। দুই দিনেও জ্বর ভালো না হওয়ায় সোমবার বিকেলে ফেয়ার ফায়াগনস্টিক নামে লক্ষ্মীপুরের একটি প্যাথলজিতে তার ডেঙ্গু পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে নোয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ডা. মোরশেদ আলম হিরু ওই শিশুটির ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

কাজল কায়েস/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।