মেয়রের দারুণ উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ আগস্ট ২০১৯

পটুয়াখালীতে পরিচ্ছন্নতা কর্মী ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে কোরবানির মাংস ও রান্না সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। ঈদের দিন সোমবার কলের পুকুরপাড় কিন্ডার গার্টেন স্কুলে এসব সামগ্রী বিতরণ করেন পৌর কর্মকর্তা মুক্তি পদ নন্দী।

জানা গেছে, ১৭০ জন পরিচ্ছন্নতা কর্মী ও ১৭ জন হিজড়ার মধ্যে ২ কেজি করে মাংস, ১ কেজি পোলার চাল, ১ লিটার তৈল, গরম মসলা, আদা, রসুন, পেয়াজ ও হলুদ মরিচের গুঁড়া বিতরণ করা হয়।

Patuakhali

হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা জানান, আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ। সমাজের কেউ আমাদের স্বাভাবিক চোখে দেখে না। আমরাও তো মানুষ। আমাদেরও সবার মতো বাঁচার ও জীবন-যাপন করার অধিকার আছে। আজ মেয়র মহোদয় আমাদের ডেকে এনে মাংস ও অন্যান্য পণ্য সামগ্রী দিলেন। তারা আরও বলেন, মেয়র আমাদের কথা যে ভেবেছেন এতে অনেক অনেক খুশি।

Patuakhali

তারা আরও বলেন, মেয়র সাহেব আমাদের ঘরও বানিয়ে দেবেন। আমরাও সুন্দরভাবে বাঁচতে চাই।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।