গোবিন্দগঞ্জে ঈদগাহ মাঠে বৃদ্ধের করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১২ আগস্ট ২০১৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঈদগাহ মাঠে নামাজ পড়তে গিয়ে গেটের ছাদ ধসে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঈদুল আযহার নামাজ আদায় করতে গেলে উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তসকিন উদ্দিন মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নিহতের নাতি অ্যাডভোকেট রাশেদ খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধসে তসকিন উদ্দিনে মন্ডলের মাথার ওপর পড়লে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় খুশির দিনে ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জাহিদ খান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।