ঈদের নামাজ পড়া হলো না মনিরুলের, প্রাণ নিল ডেঙ্গু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০১:০৭ এএম, ১২ আগস্ট ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম (৩২) নামে লালমনিরহাটের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি লালমনিরহাট জেলা সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি বাগডোরা গ্রামে নিমচালা শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মনিরুল ঢাকার কেরানীগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করতেন। তিনি গত কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে আসেন। রোববার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম আমু বলেন, সন্ধ্যার পর আমিনুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রবিউল হাসান/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।