লালমনিরহাটের ১০ গ্রামে ঈদুল আযহার নামাজ শেষে পশু কোরবানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ আগস্ট ২০১৯

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর একদিন আগেই ঈদ উদযাপন করে আসছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ১০ গ্রামের শতাধিক পরিবার।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ। নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ বাড়িতে পশু কোরবানি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা রোববার পবিত্র ঈদুল আযহা নামাজ আদায় করেছেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

Lalmonirhat-(2).jpg

মুন্সীপাড়া গ্রামের ঈদের জামাতের ইমাম মাওলানা আব্দুল হামিদ বলেন, পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে পশু কোরবানি করেছি।

হাড়িশহরের মুন্সীপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর এ এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়।

কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ জানান, উপজেলার কয়েকটি গ্রামের মানুষ একদিন আগে থেকে ধর্মীয় উৎসব পালন করে। রোববার তারা পবিত্র ঈদুল আযহার নামাজ পড়েছেন।

রবিউল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।