নোয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৭ এএম, ১১ আগস্ট ২০১৯
ফাইল ছবি

নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমির হোসেন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। রোববার ভোর ৬টার দিকে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমির হোসেনের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের দত্তপাড়ায়।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিল উল্যাহ জাগো নিউজকে জানান, আমির হোসেন ঢাকা থেকে জ্বর নিয়ে শনিবার বিকেলে গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে শনিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান।

ডা. খলিল উল্যাহ আরও জানান, ঢাকায় থাকা অবস্থায় আমির হোসেন ডেঙ্গু জ্বরের ডায়াগনোসিস করনেনি। তারপরেও যে সময়ে তিনি গ্রামের বাড়িতে এসেছেন সে সময়েও ডায়াগনোসিস করলে হয়তো তার সঠিক চিকিৎসা করনো সম্ভব হতো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ২৪ জনের মতো রোগী ভর্তি হয়েছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।