তানিয়ার আর চিন্তা নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১০ আগস্ট ২০১৯

জাগো নিউজে সংবাদ প্রকাশের পর মেধাবী শিক্ষার্থী তানিয়া সুলতানার পড়াশুনার দায়িত্ব নিলেন শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের (নাম প্রকাশে অনিচ্ছুক) আমেরিকা প্রবাসী এক ব্যক্তি।

শনিবার বিকেলে শৈলকুপা প্রেসক্লাবের মাধ্যমে তানিয়ার হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন তিনি। এসময় জেলা প্রেসক্লাবের সাংবাদিক দেলোয়ার কবীর, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি মাসুদুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক উপস্থিত ছিলেন।

southeast

এর আগে তানিয়া সুলতানাকে ভর্তি পরীক্ষার জন্য চার হাজার টাকা দেন এক্স কাঞ্চনগরিয়ান এ্যাসোসিয়েশন। এছাড়াও অনেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসী জানান, জিপিএ-৫ পেয়েও উচ্চশিক্ষা নিয়ে সংশয় তানিয়া সুলতানাকে নিয়ে জাগো নিউজে সংবাদ প্রকাশ হলে বিষয়টি তার নজরে আসে। সংবাদটি দেখার পর তানিয়ার বাড়িতে লোক পাঠিয়ে নিউজের সত্যতা যাচাই করে। এরপর তানিয়ার মায়ের সঙ্গে কথা বলে শৈলকুপা প্রেসক্লাবের মাধ্যমে তানিয়াকে সাহায্য করা হয়। তিনি জানান, পরবর্তীতেও তানিয়ার পড়াশুনার যাবতীয় খরচ বহন করবেন।

Tania-Sultana1

তানিয়া সুলতানা আমেরিকা প্রবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বলেন, জাগো নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও যেন ভালো ফলাফল করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, গত ২২ জুলাই ‘টিউশনি করে ডাবল জিপিএ-৫ পাওয়া তানিয়ার চোখে পানি’ শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।