যমুনায় ২ নারীর মৃতদেহ উদ্ধার, এখনও ২ জন নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১০ আগস্ট ২০১৯
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে ৩০ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের তিনদিন পর আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার প্রজাপতির চরে যমুনা নদীর পাড়ে ফজলুল হকের স্ত্রী কাঞ্চন বালা (৪৫) ও শকমল আলীর স্ত্রী আকঁন বিবি (৬০) এর অর্ধগলিত মৃতদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে।

তাদের দু’জনের বাড়ি দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নের চর হালকা হাবড়াবাড়ি গ্রামে। নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার নিশ্চিত করেছেন বাহাদুরাবাদ নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। নৌকা ডুবিতে ৩০ জন যাত্রীর মধ্যে ২৪ জন জীবিত উদ্ধার ও গত দুইদিনে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ জন নিখোঁজ রয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৭ আগস্ট) রাতে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল উত্তোলন করে চর হালকা হাবড়াবাড়ি ফেরার পথে টিনের চর পৌঁছলে বৈরি আবহাওয়ার মুখে ৩০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। মৃত ও নিখোঁজের ঘটনায় চর হালকা হাবড়াবাড়ি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের লোকজনের মধ্যে চলছে শোকের মাতম।

আসমাউল আসিফ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।