ঢাকা থেকে যাওয়া ঠাকুরগাঁওয়ে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৯ আগস্ট ২০১৯
ফাইল ছবি

ঠাকুরগাঁও থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ডেঙ্গু আক্রান্ত অপি রানী রায় (১৭) মারা গেছে। সে এবার এইচএসসি পাস করেছে।

শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে ঠাকুরগাঁওয়ের দুইজন ডেঙ্গু রোগী মারা গেল।

ডেঙ্গু রোগে মৃত্যু মেধাবী ছাত্রী অপি রানী রায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের অনুকুল চন্দ্র রায়ের একমাত্র মেয়ে। সে এবার রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করে ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার জন্য ঢাকা ফার্মগেটে উদ্ভাস কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল।

অপি রানী রায়ের মামী ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর অঞ্জিলি রানী রায় জানান, অপি রানী রায় গত ৪ আগস্ট ঢাকা থেকে জ্বর নিয়ে ঠাকুরগাঁওয়ে আসে। ৫ আগস্ট ডেঙ্গু পরীক্ষা করলে ৬৫ ভাগ ডেঙ্গু ধরা পড়ে। ওই দিনই তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু দিনাজপুরের বীরগঞ্জে যাওয়ার পর সে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৬ আগস্ট একই উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে মাদরাসা ছাত্র রবিউল ইসলাম (১৭) দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সেও ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল।

এমদাদুল হক মিলন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।