আবাসিক হোটেলে নারীকে হত্যা, যুবকের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৮ আগস্ট ২০১৯
ফাইল ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের একটি আবাসিক হোটেলে শিখা ওরফে মুক্তা বেগম (৩৫) নামের এক নারীকে হত্যার দায়ে আব্দুল্লাহ ওরফে সাকিব (২৩) নামের এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাকিব বগুড়ার শাহাজাহানপুর থানাধীন সোনাইদিঘী এলাকার মোকলেছুর রহমানের ছেলে। নিহত মুক্তা বেগম বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামের আব্দুল খালেক ফকিরের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার এলাকায় গাজী আবাসিক হোটেলে শিখা ওরফে মুক্তা বেগমকে শ্বাসরোধে হত্যা করে সাকিব। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ডুমুরিয়া থানা পুলিশের এসআই মো. রুহুল আযম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এসআই নিমাই চন্দ্র কুন্ডু ২০১৮ সালের ৩০ মার্চ সাকিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৯ জনের স্বাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন জেলা পিপি এনামুল হক।

আলমগীর হান্নান/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।