পুলিশের কাছ থেকে ১৮ মামলার আসামি ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৮ আগস্ট ২০১৯
ফাইল ছবি

গাইবান্ধায় হাতকড়া লাগানো অবস্থায় হত্যাসহ ১৮টি মামলার আসামি ও জিনের বাদশা নামে একটি প্রতারক চক্রের মূল হোতা চিনু মিয়াকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। এ সময় আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। পরে অতিরিক্তি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুর আলম ও তাজনুর রহমান নামে তার দুই সহযোগীকে আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বুধবার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে এই ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) একেএম মেহেদী হাসান এই তথ্য বলে নিশ্চিত করেছেন।

আসামি চিনু মিয়া (৩৭) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, আসামি চিনু জিনের বাদশা প্রতারক চক্রের একজন মূল হোতা। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা চেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা আদালতে বিচারাধীন আছে। আদালত তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চিনুকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। এরপর হাতকড়া পড়িয়ে গাড়িতে করে গোবিন্দগঞ্জ থানায় নেয়ার সময় সহযোগীরা লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে তাকে ছিনিয়ে নেয়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন পুলিশও পাল্টা গুলি করে। এরপর ঘটনাস্থল থেকে নুর আলম ও তাজনুর নামে চিনুর দুই সহযোগীকে আটক করা হয়।

জাহিদ খন্দকার/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।