বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়িতে লঞ্চ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৭ আগস্ট ২০১৯
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচলও বিঘ্নিত হচ্ছে। বুধবার সকাল থেকেই এনায়েতপুরী ও শাহপরান নামে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি দিয়ে এ নৌরুটে যান ও যাত্রী পারাপার চলছে।

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার (মেরিন) এ কে এম শাহজাহান জানান, রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মায় প্রচণ্ড ঢেউ, বাতাস আর বৈরী আবহাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে বর্তমানে দুটি রো রো ও দুটি কে টাইপ ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। এগুলোর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যাই বেশি।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক হবে না।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।