লেখাপড়া না করে পার্কে আড্ডা, ২৬ তরুণ-তরুণী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:২১ এএম, ০৭ আগস্ট ২০১৯

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেছেন, ‘সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি।’

লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সেদিকে খেয়াল রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

ঝালকাঠি মিনি পার্ক, ডিসি পার্ক, গাবখান সেতু, ইকো পার্ক ও চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় ২৬ জন তরুণ-তরুণীকে আটক করে পুলিশ সুপার। তরুণ-তরুণীদের কাছ থেকে অভিভাবকের ফোন নম্বর নিয়ে আটকের বিষয়টি জানান তিনি।

তাদের সদর থানায় নেয়া হলে অভিভাবকরা গিয়ে সন্ধ্যার পর বাসার বাইরে রাখবে না এমন স্বীকারোক্তিতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। সোমবার (৫ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ঝালকাঠিতে সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে যত্রতত্র ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত শিক্ষার্থীদের ঘরমুখী করতে পুলিশ সুপার এ বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন, ডিবির ওসি ইকবাল বাহার খান অংশ নেন।

মো. আতিকুর রহমান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।