সিদ্ধিরগঞ্জে এসআইয়ের অস্ত্র চুরি


প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজার একটি নাইন এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরির অভিযোগ উঠেছে। দিন দুপুরে আমির হামজার বাসা থেকে গুলিসহ ওই অস্ত্রটি চুরি যাওয়া রহস্যজনক বলে মনে করছে এলাকাবাসী।

পুলিশের একটি সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকার মোক্তার ভেন্ডারের বাড়িতে ভাড়া থাকেন এসআই আমির হামজা। সকাল ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে ডিউটিতে আসেন। এ সময় অস্ত্র আনতে ভুলে যান। পরে দুপুর ২টার দিকে বাসায় এসে দেখেন দরজার তালা ভাঙা। আর ঘরে ফেলে রাখা অস্ত্রটি নেই।

এদিকে, এসআই আমির হামজা নির্ধারিত কর্তব্য পালন করতে থানায় যোগ দিলেও সঙ্গে পিস্তল গুলি না নিয়ে আসায় বিষয়টি রহস্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিকের দুই ছেলে রাসেল ও বাবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

হোসেন চিশতী সিপলু/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।