ময়মনসিংহে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৬ আগস্ট ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেনের একটি মালবাহী বগির চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হন।

রেলওয়ে সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল।

গফরগাঁওয়ের স্টেশনমাস্টার মাসুদুর রহমান মাসুম জানান, দুর্ঘটনায় তাদের কোনো গাফিলতি ছিল না। লাইন ক্লিয়ার ছিল।

এদিকে দুর্ঘটনার পর গফরগাঁও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাইল করিম গণমাধ্যমকে জানান, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।