মাশরাফির কল্যাণে চার চিকিৎসক পেল নড়াইলবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৫ আগস্ট ২০১৯

নড়াইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে চার চিকিৎসককে সদর হাসপাতালে বদলি করা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখা করে চিকিৎসক সংকট নিরসনের জন্য অনুরোধ জানালে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর মাশরাফি বিন মর্তুজার আবেদনের প্রেক্ষিতে রোববার (৪ আগস্ট) নড়াইল আধুনিক সদর হাসপাতালে চারটি শূন্যপদে চারজন কনসালটেন্ট চিকিৎসককে পদায়ন করা হয়।

তারা হলেন জুনিয়র চক্ষু কনসালটেন্ট ডা. কাজী আনিসুর রহমান, জুনিয়র ইএনটি কনসালটেন্ট ডা. মো. নুর কুতুবুল আলম, জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. মৃদুলা কর এবং জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. এএইচ এম শাহিনুর রহমান।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু চারজন চিকিৎসককে হাসপাতালে পদায়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন চিকিৎসকরা কর্মস্থলে যোগদান করলে চিকিৎসক সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

হাফিজুল নিলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।